Details
Nothing to say, yet
Nothing to say, yet
আনে কি তোমাই খুবে রক্তো কর্ছে বোলে দিতে পারো তা আমায় হোঈ তো আমায় কনো পোয় জন্নে কেলো লেগে থাকি এক্টা কোনাযয় তুমি বোলে দিতে পারো তা আমায় ছেথি লিখে বোনা একিকানায় আমানো তো মন্ভানে ছকে জলাশে আর অভিমান আমানো তো হোয় অভিমান আমানো তো হোয় জদি এই মতো ভারা শেলি ফুল জদি এই খুলে রাখা কানের দুল লক্খিতি এক বার ঘার নের সম্মতি দাও আমি জাই শেরে এতো খথা বলি পাখি হোয় উরে জাই সব তমাকে ছুতে পারে না এতো বাখা রাশা জাবা একি পথ দিয় কোয় তমার অতো ছকে পরে না তা হলে কি আমি কেয় নাই জানো ও জানা ভাশাই লেখা ভোয় আমার তো মন হোয় মজে মজে ছুয়ে দেখি সুযক্টা পাছি কোয় আমি সুযক্টা পাছি কোয় জদি এই মোতো ভোনা শেউলি ফুল জদি এই খুলে রাখা কানের দুল লক্খিটি এক বার ঘার নের সম্মতি দাও আমি জায় ছেরে আমি কি তমায় খুবি রক্ত করছি