Details
ভস্ম থেকে ভাষা সারি সারি কত কৃষকের দল কাধে বয়ে হাল, ক্ষেতের পানে হেঁটে চলে, অবিরাম বেসামাল। মাথার ঘাম পায়ে ফেলে আর রক্ত বহায়ে হায়, তারা সুনিপুণ হাতে ভবিষ্যতের বীজ বুনে যায়। যা ছিল কৃষকের আর্তনাদ আর না শোনা কলতান - মুহুর্তেই হয়ে ওঠে উন্মাতাল, অবিনশ্বর এক গান। এ যেন রক্ত থেকে জন্ম নেয়া রক্তাক্ত, মুক্তির এক পথ বিশ্বের বুকে একদল নির্ভিক কৃষকের, অস্তিত্বের শপথ, হে কৃষক, ঝেড়ে ফেলে সব কাতরতা আর ঝেড়ে ফেলে সব ভয় আগুনের বীজ বুনেছিলে যা, তা আজ ফসলময়। ফসলের পানে চেয়ে কেন মা কর কান্নাকাটি? ...