Details
যালিকা = ঐ। আল কিতাব = কিতাব (= বই, বিধিবদ্ধ বা লিখিত বিষয়)। লা রাইবা ফীহি = যার মধ্যে কোন সন্দেহ নেই। হুদান = হুদা/ হিদায়াত/ পথনির্দেশ। লিল মুত্তাকীন = মুত্তাকীদের জন্য (= যারা হুঁশিয়ার বা সাবধান থাকে, সংযত থাকে, আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতিতে ভীত থাকে তাদের জন্য।)। ঐ কিতাব- যার মধ্যে কোন সন্দেহ নেই- হুদা/ হিদায়াত/ পথনির্দেশ মুত্তাকীদের জন্য (= যারা হুঁশিয়ার বা সাবধান ও সংযত থাকে তাদের জন্য)।